কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরাঃসাতক্ষীরায় যৌথবাহিনীর গুলিতে সদর উপজেলার ১০ নং আগরদাড়ি ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টা ৪০ মিনিটে সদর উপজেলার শিকড়ি এলাকায় সংঘর্ষে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, সোমবার বেলা পৌনে একটার দিকে যৌথবাহিনীর সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযানের উদ্দেশ্যে বের হন। সেখানে পৌছালে পার্শ্ববর্তী কুল বাগান থেকে দূর্বৃত্তরা যৌথবাহিনীকে লক্ষ করে ইট পাটকেল গুলি ও ককটেল নিক্ষেপ করে। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করলে আনারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক বিশ্বাস চেয়ারম্যান আনারুল ইসলাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করে বলেন, এ ঘটনায় সেখানে যৌথ বাহিনীর পক্ষ থেকে ২৫ রাউন্ড গুলি বর্ষন করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহিদুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলে সার্বিক বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনার পর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে যে বিবৃতি দেয়া হয়,অদ্য ৩০/১২/১৩ইং তারিখ বেলা ১২.৪০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন আগরদাড়ি ইউনিয়নে ও কুশখালী শিকড়ি এলাকায় নাশকতামূলক কর্মকান্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা কালে দুষ্কৃতিকারীরা যৌথ বাহিনীর আইনানুগ কাজে বাধা দান করে এবং যৌথ বাহিনীর উপর ইট, পাটকেল, গুলি, ককটেল ও বোমা নিক্ষেপ করে। যৌথ বাহিনী জানমাল ও সরকারী সম্পত্তি রক্ষার্থে গুলি বর্ষন করে। প্রায় ১৫ মি. পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে দুষ্কৃতিকারী আনার“ল ইসলাম (৪২) গুর“ত্ব আহত হয় বলে জানা যায়।