এএসপি ও পুলিশ সদস্যসহ আহত-৫: আটক-৬ জনকে এক বছরের করে কারাদন্ড
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনির“জ্জামান জানান, সাতক্ষীরা শহরতলীর রইচপুর এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জামায়াত শিবিরের কর্মীরা রাস্তা কেটে অবরোধ করার চেষ্টা করলে যৌথবাহিনী সেখানে পৌছে তাদেরকে বাধা দেয়। এ সময় জামায়াত শিবির কর্মীরা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ করে বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে তিনি নিজে ও একজন কনন্সটেবল আহত হন।
এ সময় যৌথবাহিনী গুলি চালালে জামায়াত নেতা আমিনুল ইসলাম লাভলুসহ ৩ জন আহত হন। সেখান থেকে গুলিবিদ্ধ আমিনুল ইসলাম লাভলুসহ (৪০), সদরের রইচপুরের আলমগীর হোসেন (৩০), আশরাফুল ইসলাম (২৫), শাহীন (২৫), আবুল হোসেন (২৬) ও শওকাত আলী (৩৫) ও আবুল হাসান ঢালীসহ ৬ জনকে আটক করা হয়েছে। এরপর বিকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করে ধৃতদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ম্যাজিস্ট্রেট রিজাউল করিম উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এদিকে গুলিবিদ্ধ জামায়াত নেতা আমিনুল ইসলাম লাভলুকে পুলিশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান, যৌথ বাহিনীর গুলিতে তাদের তিনজন কর্মী আহত হয়েছেন। এরমধ্যে গুলিবিদ্ধ আমিনুল ইসলাম লাভলু সদর হাসপাতালে রয়েছেন। বাকী দু’জন তাদের নিজস্ব তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জরুল কবীর জানান, জেলার সার্বিক আইনশৃক্সখলা পরিস্থিতি যৌথবাহিনীর নিয়ন্ত্রনে রয়েছে। একই সাথে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যহত আছে।