সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা র শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ তিন মোটরসাইকেল চোরকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। সোমবার ভোররাতে জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রত্যš— অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ধৃতরা হলেন-উপজেলার ভেটখালী গ্রামের আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান, টেংরাখালী গ্রামের মৃত হানিফ মোল্যার ছেলে নেসার আলী মোল্যা ও একই উপজেলার মানিকখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম। উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে ৩টি হিরোহোÊা স্পেলেÊার, একটি প্যাসন প্রো ও একটি ডিসকভারি রয়েছে।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, এতিনজনের নেতৃত্বে আরও ১০/১২ জন সদস্য জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। এটাই তাদের একমাত্র পেষা। চোরাই মোটরসাইকেল হাতে আসলেই সঙ্গে সঙ্গে রং পরিবর্তন, বডি পরিবর্তন, না¤^ার পরিবর্তনসহ বিভিন্নভাবে পূর্বের অবস্থান নষ্ট করে তা ব্যবহার বা জেলার বাইরে বিক্রি করে আসছিল। এছাড়াও তারা মোটরসাইকেল চুরির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাÊে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ¯^ীকার করেছে।
ডিবি পুলিশ আরও জানায়, ইতোপূর্বে আটক কয়েকজন মোটর সাইকেল চোর তাদের নাম প্রকাশ করার পর অনুসন্ধান করে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, জেলায় মোটরসাইকেল চোরাই চক্রের শীর্ষ গফফাদার তারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখনও অর্ধশতাধিক চোরাই মোটরসাইকেল উদ্ধার করা যাবে বলে আশা করছেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় গতকাল তাদের বির“দ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে ফের মামলা দায়ের করেছেন।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা