সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা ডিবি পুলিশ চার জন জামায়াত কর্মীকে আটক করেছে। বুধবার দুপুর দুইটার সময় দেবহাটা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত শাহামত গাজীর পুত্র আব্দুস সোহবান, মৃত আব্দুল খায়েরের পুত্র আবুল কাশেম, মৃত নুর“ল ইসলামের পুত্র আবু হাসান ও মৃত মুলুক চাঁদের পুত্র শফিকুল ইসলাম।
সাতক্ষীরা ডিবি পুলিশের (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, তাদের বির“দ্ধে গাড়ী ভাংচুর হরতালে নাশকতাসহ রাষ্ট্রদ্রোহ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটকের পর ধৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।