কাজী নাসির উদ্দীন সাতক্ষীরাঃসাতক্ষীরায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে মোবাইল ফোনের মাধ্যমে বিদেশ ফেরত এক ব্যবসায়ীর প্রাণ নাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে আব্দুল গফুর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল গফুর বলেন, জীবন জীবিকার তাগিদে বিগত ২০০৩ সালে তিনি কুয়েতে চলে যান এবং প্রায় ৯ বছর পর ২০১২ সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে একটি ট্রাক (নং সিলেট–ট–১১–০৩৯৯) কিনে তিনি ব্যবসা শুরু করেন। কিন্ত বেশ কিছু দিন পর থেকে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী ০১৭৫৫–৫৯২১৮৩ এবং ০১৮৫৬–৮৬৩৮৩৯ নম্বরের দু’টি মোবাইল থেকে প্রাই ফোন করে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বার বার ফোন করে চাঁদার টাকা দাবি করার এক পর্যায়ে গত ৯ মার্চ তিনি তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তার ও পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেন। এসময় তারা ট্রাকে অবৈধ মালামাল তুলে দিয়ে প্রশাসনের লোকদের কাছে ধরিয়ে দিবে বলে শাসানো হয়। এমনকি আমার বসত বাড়িতেও অবৈধ মালামাল ঢুকিয়ে দিয়ে হেনস্থ করবে বলে জানিয়েছে। এঘটনায় গত ১০ মার্চ তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং– ৪২৭। গত বুধবার রাতে একই ভাবে তারা ফোন করে হুমকি দিয়েছে। ফলে সন্ত্রাসীরা যে কোন সময় তাকে খুন জখমসহ তার পরিবারের সদস্যদের নানাভাবে ক্ষতিসাধন করতে পারে বলে তিনি আংশকা করছেন।
বর্তমানে চরম নিরাপত্তহিনতায় ভোগার পাশাপাশি নিরাপত্তা দাবী করেন প্রশাসনের কাছে। এব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করেছেন।