সাতক্ষীরা আদালত চত্ত¡রের সামনে ডোবা থেকে ৫৩১ বোতল ফেনসিডিল উদ্ধার

kazi pic 1 copy.png00000সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা আদালত চত্ত¡রের সম্মুখের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ ব¯—ায় র¶িত ৫৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কোর্ট পুলিশ পরির্দশক রতন শেখ। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উক্ত ফেনসিডিল উদ্ধার করেন। পরে সদর থানার পুলিশ এসে সেগুলি থানায় নিয়ে যান।

কোর্ট পুলিশ পরিদর্শক রতন শেখ জানান, আদালতের কাজ চলছিল। এমন সময় জনৈক মহিলা ডোবার মধ্যে পড়ে থাকা ব¯—া দেখে সন্দেহ হলে কোর্ট পুলিশ পরিদর্শককে জানান। তিনি তাৎ¶নিক ভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে পৌছে ৪টি ব¯—া উদ্ধার করে দেখেন বিপুল পরিমান ফেনসিডিল। ধারণা করা হচ্ছিল রাতেই উক্ত ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে পাচারকারিরা গোপন করে রাখেন। এব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।

 

কাজী নাসির উদ্দীন/ সাতক্ষীরা/জি নিউজ

Exit mobile version