কাজী নাসির উদ্দীন,সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান র“হুল কুদ্দুসকে লক্ষ করে গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় ছিনিয়ে নেয়া হয় তার ব্যবহৃত নতুন ডিসকভার মটরসাইকেল। তবে গুলি লক্ষ ভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার বামনডাঙ্গা এলাকায় বিএনপি নেতার উপর গুলি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও চেয়ারম্যান র“হুল কুদ্দুস জানান, রাতে আশাশুনি সদর থেকে বাড়িতে ফেরার পথে তাকে একদল সন্ত্রাসী পেছন থেকে গুলি করে। লক্ষ ভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। পরে সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে তার ডিসকভার মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশীদ জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি।
জি নিউজ