কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরাঃসাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের পারকুকরালি উপকূলীয় ভেঁড়ি বাঁধে পূনবার্সন প্রকল্পের নাম করে লীজ নিয়ে সেতু বন্ধন মহিলা উন্নয়ন সংস্থা বেঁড়ি বাঁধের দুই পাশে লাগানো বড় বড় বিভিন্ন প্রজাতির প্রায় কোটি টাকার গাছ কেটে বিক্রি করে দিয়েছে। ফলে ভেঁড়ি বাঁধে পূনবার্সন প্রকল্পের আওতায় হাতে নেওয়া বৃক্ষ রোপন ও বনায়ন কর্মসূচী ভেস্তে যেতে বসেছে। পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকর্তাদের যোগ সাজসে সংস্থাটি’র পরিচালক হাসনা হেনা বাঁধের উপর থেকে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কেটে আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গ্রামবাসীরা প্রতিবাদ করায় সংস্থাটির পরিচালক গ্রামবাসীদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানি করছে বলে জানাগেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পারকুকরালী গ্রামের শত শত নারী পুরুষ পানি উন্নয়ন বোর্ডের ওই ভেঁড়ি বাঁধে মানববন্ধন কর্মসূচী পালন করে পুলিশি হয়রানি বন্ধসহ হাসনা হেনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পারকুকরালী গ্রামের শহিদুল ইসলাম, ফারুক হোসেন, রিপন সরদার, আনছার আলী, আব্দুল মান্নান, হাসানুজ্জামান, গৃহবধু সালেহা বেগম, ফতেমা বেগম, মর্জিনা খাতুন প্রমূখ। তারা জানান, এলাকার ঝড় ঝাপটা থেকে রক্ষাপেতে এলাকাবাসী সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর পারকুকরালী ভেঁড়ী বাঁধের উপর রাস্তার দুই পাশ ঘেষে ১২/১৩ বছর পূর্বে নিম, মেহগনি, বাবলা, সৃষ্টিসহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ লাগানো হয়। হঠাৎ ধুলিহর সেতু বন্ধন মহিলা উন্নয়ন সংস্থা ২০০৮ সালে পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে শর্ত স্বাপেক্ষে ৭ বছরের জন্য উপকূলীয় ভেঁড়ি বাঁধে পূনবার্সন প্রকল্পের আওতায় বৃক্ষ রোপন ও বনায়নের জন্য লীজ গ্রহন করেন। এর পর থেকে তিনি বেঁড়ি বাঁধের দুই পাশের বাগান পরিস্কারের কথা বলে বিভিন্ন প্রজাতির লাগানো বড় বড় গাছ কেটে নিয়ে যান। এ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই সংস্থার পরিচালক হাসনা হেনা প্রায় কোটি টাকা মূল্যের ৪ শতাধিক গাছ কেটে আত্মসাৎ করেছে বলে গ্রামবাসীরা জানায়। আর এর সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের এসও জনৈক চাকলাদার। গাছ কাটার সময় গ্রামবাসীরা বাঁধা দেওয়ায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় উল্টো গাছ কাটার অভিযোগ করে পুলিশ দিয়ে হয়রানি করছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন।
পারকুকরালি গ্রামের মতিয়ার রহমান, বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন সাইফুল ইসলাম জানান, সেতু বন্ধন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক হাসনা হেনা পানি উন্নয়ন বোর্ডের-২ এর নির্বাহি প্রকৌশলী দূর্নীতিবাজ কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম ও এসও চাকলাদারের যোগ সাজস করে পারকুকরালী ভেঁড়ি বাঁধ থেকে প্রায় কোটি টাকার গাছ কেটে বিক্রি করে দিয়ে আত্মসার্থ করেছে। এঘটনায় গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৪০ জন স্বাক্ষর করে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক নাজমূল আহসান তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানকে নির্দেশ দেন। কিন্তু অধ্যবদি সংস্থার পরিচালক হাসনা হেনার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি প্রশাসন।
এদিকে এঘটনার পরপরি বাঁচার জন্য সেতু বন্ধন মহিলা উন্নয়ন সংস্থা পরিচালক হাসনা হেনা বাদী হয়ে গত ১২ আগষ্ট সাতক্ষীরা সদর থানায় গাছ কাটার অভিযোগ এনে গ্রামবাসিদের বিরুদ্ধে মামলা দায়ের জন্য অভিযোগ দাখিল করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে আমার মনে হয়েছে গাছ কেটে আত্মসাতের বিষয়ে গ্রামবাসী জড়িত নয়।
এদিকে গাছ কেটে বিক্রি করার বিষয়ে সেতু বন্ধন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক হাসনা হেনার নিকট জানতে চাইলে তিনি বিষয়টি অ¯স্বীকার করে বলেন গ্রামবাসীরা গাছ কেটে নিয়ে গেছে। এব্যাপারে আমি থানায় মামলা করেছি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম জানান, প্রকৃত গাছ কারা কেটেছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য হাসনা হেনার পক্ষে সাতক্ষীরা থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় ভেঁড়ি বাঁধে পূর্নবাসন প্রকল্পের নামে কোটি টাকার গাছ বিক্রি প্রতিবাদে গ্রামবাসীদের মানববন্ধন
Share This