সাতক্ষীরা প্রতিনিধিঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি’র বক্তব্য দেন, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এড. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ আনিসুর রহিম, এটিএন বাংলা’র এম কামরুজ্জামান, বিটিভি’র মোজাফ্ফার রহমান, দৈনিক সংবাদ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, দৈনিক ইনকিলাব এর আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক জনতার কালিদাস কর্মকার, বাংলাভিশন এর মো. আসাদুজ্জামান, দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম, আজকালের খবর এর এম জিললুর রহমান, বণিক বার্তা গোলাম সরোয়ার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
মন্ত্রী এসময় সাতক্ষীরার মৎস্য পোল্ট্রি মৎস্য এবং দুগ্ধ খামার শিল্পের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে বলেন, আমি সাতক্ষীরার জামাই বাবু, আমার ছেলেও শ্বশুর বাড়িও সাসাতক্ষীরায় তাই এজেলার প্রতি রয়েছে আমার গভীর ভালবাসা। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল মোতালেব ও শহীদ স.ম আলাউদ্দীনকে স্মরণ করে বলেন, যারা তাকে হত্যা করেছে খুনিরা রক্ষা পাবেনা। সাতক্ষীরার মাটি ও মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক দাবী করে মন্ত্রী সাসাতক্ষীরার সাংবাদিক রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী সাতক্ষীরা সার্কিট হাউজে রাত যাপন করে শুক্রবার সকালে সাতক্ষীরার বিভিন্ন মৎস প্রকল্প পরিদর্শন করেন। তিনি সদর উপজেলার এলারচর এলাকায় ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে মানসম্মত মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে মৎস স্থাপনা পূনর্স্থাপন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ প্রকল্পের আওতায় একটি মিষ্টি পানির কার্প জাতীয় মৎস্য হ্যাচারী ও গলদা ট্রেনিং সেন্টার কাজের অগ্রগতী সম্পর্বে ঘুরে দেখাসহ বিভিন্ন মৎস হ্যাচারী পরিদর্শন করেছেন।