সাতক্ষীরা প্রতিনিধিঃদশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে প্রত্যাখান করেছে স্থানীয় দলীয় নেতাকর্মীরা। একই সাথে অবিল্মবে কেন্দ্র ঘোষিত প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির পরিবর্তে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজর“ল ইসলামকে মনোনয়ন না দিলে নির্বাচন বর্জন করার ঘোষনা দেওয়া হয়েছে।
গতকাল বেলা ১২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষনা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ হার“ণ অর রশিদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদ প্রমুখ। প্রতিবাদ সমবেশ শেষে একটি মিছিল শহরের গুর“ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। একই সময়ে মীর মোস্তাক আহমেদ রবিসহ সমার্থকরা শহরে মোটর সাইকেল শোডাউন দিতে দেখাগেছে।