কাজী নাসির উদ্দীন সাতক্ষীরাঃসাতক্ষীরা সীমান্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের বিরুদ্ধে এলাকার জামায়াত-শিবিরের পৃষ্টপোষকতার পাশাপাশি কলেজ পরিচালনায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষে মাহমুদপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে তৈয়েবুর রহমান গতকাল মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তৈয়েবুর রহমান বলেন, তিনিসহ এলাকার বড়ভাই সবুজ, বাক্কার, আনোয়ারসহ কয়েক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবা মূলক কাজ করে আসছেন। কিছুদিন আগে মাহমুদপুর গ্রামের সিদ্দিকের শিশু মেয়ে নুরি (৫) এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। তাকে শহরের এম.আলি পলি ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসার জন্য প্রায় ৫০ হাজার টাকার প্রয়োজন হয়ে পড়ে যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এজন্য এলাকার সহৃদয় ব্যক্তিদের থেকে নুরি’র চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় তারা গত ৫ জুন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের কাছে কিছু অনুদান দাবী করলে তিনি ৭ জুন তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। শনিবার কলেজে যাওয়ার পর অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা মাত্র ৩ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। এসময় শিক্ষকদের কাছ থেকে সংগ্রহ করে আরও কিছু টাকা দেয়ার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কলেজ থেকে বের করে দেন। পরে বিষয়টি কলেজ পরিচালনা পরিষদের কয়েক সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করা হলে সবাই অধ্যক্ষকে ভৎসনা করেন। এঘটনা জানার পর অধ্যক্ষ নিজের দোষ ঢাকতে নিয়ম বর্হিভূতভাবে কলেজে একটি প্রেসব্রিফিং করে বড় ভাইদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অভিযোগ করেছেন। যা কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রেসব্রিফিংয়ে অধ্যক্ষের দেয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি অন্যায়ভাবে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করেছেন মাত্র।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এলাকায় আগে থেকেই অধ্যক্ষ আজিজুর রহমানের বিরুদ্ধে জামায়াত প্রীতির অভিযোগ রয়েছে। তিনি ওই এলাকার জামায়াত-শিবিরের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য গোপনে অর্থ যোগান দিয়ে থাকেন। জামায়াতের তথাকথিত আন্দোলনের সময় তার হুকুমেই ওই এলাকায় রাস্তার বহু গাছ কাটা হয়েছিল। তিনি জামায়াত শিবিরের একজন আশ্রয়দাতা বলে সবাই জানে। এছাড়াও কলেজের বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ করাসহ তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করার জন্য অধ্যক্ষ ও তার সহযোগিরা সম্পূর্ন পরিকল্পিত ভাবে কলেজে ওই সংবাদ সম্মেলন করেছেন।
তিনি তদন্ত সাপেক্ষে সীমান্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের বিরুদ্ধে শাস্তি—মূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ সংশিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরা সীমান্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে জামায়াত প্রীতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
Share This