সাতক্ষীরাসীমান্ত থেকে ২৫টি গর“সহ ১২ ভারতীয় নাগরিক আটক: পতাকা বৈঠক শেষে বিএসএফ’র কাছে হস্তান্তর
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে মঙ্গলবার সকালে ২৫ টি ভারতীয় গর“সহ ১২ ভারতীয় নাগরিককে আটকের পর পতাকা বৈঠক শেষে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাদুড়িয়া থানার কাটিয়া পুর্বপাড়া গ্রামের সাইফুল গাজী, একই থানার মাগুরযাকতাই গ্রামের কাজী রিয়াজুল হক, সায়েস্তানগর গ্রামের রাজু গাজী, একই গ্রামের সাত্তার গাজী, রবিউল ইসলাম, জাকির সরদার, ফিরোজ মলিক, আবু বকর, জহির“ল বৈদ্দ্য, সাইফুল ইসলাম, নিজাম সরদার ও বাপ্পা বৈদ্দ্য।
বৈকারী বিওপি কমান্ডার সুবেদার আবুল কালাম জানান, ভারতীয় ১২ জন নাগরিক ২৫ টি গর“ নিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভান্তরে প্রবেশ করে। এসময় তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরিফ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উর্দ্ধতন কর্তৃপপক্ষের নির্দেশে পতাকা বৈঠক করে আটককৃত ভারতীয় নাগরিকদের বিএসএফ এর কাছে ফেরত দেয়া হয়েছে।