গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সাদুল্যাপুরের কাচামাল ব্যবসায়ী আজিনুর রহমান (৩৫) গত ২ জানুয়ারী পেট্রোল বোমার আঘাত মারা যাওয়া খবর পাওয়া গেছে। নিহত আজিনুর রহমান উপজেলার জামালপুর ইউপির গয়েশপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত রজ্জব আলীর পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অনিদিষ্টকালে অবরোধ চলাকালে জীবনের ঝুকি নিয়ে গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দিনাজপুর জেলার হিলি বর্ডার এলাকা থেকে ট্রাক যোগে পিয়াজ নিয়ে সাদুল্যাপুরে আসার পথে রাত ১১টার দিকে হিলির ২ কিলো মিটার দূরে ফাঁকা জায়গায় ট্রাকটি আসা মাত্রই দূবৃত্তরা পেট্রোল বোমা ছুরে মারলে মুহুত্বের মধ্যেই ট্রাকটি আগুনে পুড়ে যায়। এ সময় ট্রাক ড্রাইভার ও কাচামাল ব্যবসায়ী আজিনুর রহমান গুরুত্বর আহত হলে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে ড্রাইভার ও কাচামাল ব্যবসায়ী আজিনুর রহমান মারা যায়। এ ছাড়াও ওই ঘটনায় প্রায় ৫জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। কাচামাল ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়ানেমেছে।