গাইবান্ধা প্রতিনিধিঃরংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে গত মঙ্গলবার ট্রাকের চাকা ফেটে হিরু মহন্ত (২০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত হিরু ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কানচে মহন্তের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুর গামী টিন বোঝাই একটি ট্রাক ধাপেরহাটের ফাইভ স্টার হোটেল এলাকায় এলে হটাৎ তার সামনের একটি চাকা ফেটে যায়। এসময় ওই এলাকায় সড়কের পাশে বাবু মিয়ার পুরাতন ব্যাটারীর আড়তে কর্মচারী হিরু কাজ করতেছিলেন। কিছু বুঝে উঠার আগেই ওই চাকার রিং এর কিছু অংশ ছিটকে এসে হিরুর বুকে লাগে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।