গাইবান্ধা প্রতিনিধি:সাদুল্যাপুরে পিকনিকে যাওয়ার প্রস্তুতিকালে বাসচাপায় শোহান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পিকনিক বন্ধ ঘোষনা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার সকাল ০৯টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ একে উচ্চ বিদ্যালয় মাঠে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত শিশু শোহান বকশিগঞ্জ তছলিম উদ্দিন বিদ্যা নিকেতনের নার্সারীর ছাত্র এবং বোয়ালিদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বকশিগঞ্জ একে উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে পিকনিকে যাওয়ার আয়োজন চলছিল। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা (রিলাক্স পরিবহন যার নং ঢাকা-জ-৩০৩৭) বাসে ওঠে। এ সময় বাসের পিছনে দাড়িয়ে এসব দেখছিল শিশু শোহান। যাত্রা শুরুর সময় চালক ব্যাক গিয়ারে গাড়িটি পিছনে নেওয়ার সময় গাড়ীর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শোহান।
পরে স্থানীয়রা শোহানকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএইচএম মিলন মিয়া বলেন চালকের অসাবধনতার কারনে এ দূঘর্টনা ঘটেছে।