গাইবান্ধা প্রতিনিধিঃসাদুল্যাপুরে ৯ম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোস্তফা কামাল মোস্তফা (২৫) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালতে ৩মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে। ওই যুবক স্থানীয় মদিনা হ্যাচারীর মৎস্য ডাক্তার ও রংপুর সদর উপজেলার পশ্চিম রাজেন্দ্রপুর (টটপাড়া) গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে।
সাদুল্যাপুর থানার সেকেন্ড অফিসার জিএম রব্বানী জানান, ওই যুবক উপজেলার খোর্দ্দর“হিয়া বিলস্থ মদিনা হ্যাচারীর পার্শ্বে নজল রহমানের মেয়ে ও সাদুল্যাপুর কেএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী তার রাড়িতে একা থাকার সুবাধে প্রবেশ করে যৌন হয়রানীর চেষ্টা করে। এ সময় প্রতিবেশী লোকজন বিষয়টি টেরপেয়ে তাকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ্দ করেন। পরে ওই রাত সাড়ে ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান হাবিব ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। গতকাল সোমবার মোস্তফা কামাল মোস্তফা (২৫) কে জেল হাজতে প্রেরণ করেছে।
সাদুল্যাপুরে যৌন হয়রানির অভিযোগে এক যুবকের ৩মাসের কারাদন্ড
Share This