নিজস্ব প্রতিবেদক জি নিউজ ঃ গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় ঘিরে রাখে পুলিশ। এসময় খোকা বাড়িতে ছিলেন না। ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র দাস জানান, গোয়েন্দা পুলিশের একটি দল তল্লাশি চালায়। সাদেক হোসেন খোকা বাড়িতে ছিলেন না। রাতে সাড়ে ১০ টার দিকে পুলিশ বাড়িতে আসে। প্রায় ঘণ্টা খানেক তল্লাশি চালিয়ে চলে যায়। খোকার পরিবারের এক সদস্য বলেন, কেন তল্লাশি চালিয়েছে আমরা জানি না। এদিকে সাদেক হোসেন খোকার বাড়িতে অভিযানের সময় বারিধারায় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমানের বাড়ির সামনেও পুলিশ অবস্থান নিয়েছে বলে জানা গেছে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের একটি দল বিজেপি।