বিনোদন ডেস্কঃ-কোনো ছবিতে সানি লিওন ও নীতু চন্দ্রার মধ্যে কাউকে বাছতে হলে অবশ্যই সানিরঝুলিতেই বেশি ভোট পড়বে। কিন্তু সেই সানিকে পিছনে ফেলেই সাউথের একটি ছবিতেএন্ট্রি নিলেন নীতু। এর ফলেই তামিল ছবির তিনজন পরিচালক নিতুকে তাঁদের ছবিতেসাইন করিয়ে নিয়েছেন। এদের মধ্যে একটি ছবি ‘ঔরু ঔরালা রেন্ড্ডু রাজা’ ছবিতে সানির একটি আইটেম ডান্স ছিল। এই ছবিতে মাত্র একটি গানের জন্য প্রযোজকসানিকে প্রায় ৩৫ লাখ টাকা দিয়েছিলেন। এই গানটির জন্য কেরালায় একটি বিশেষসেটও তৈরি করা হয়েছিল। সানি সাইন করলেও কিছুদিন পর থেকেই ডেটের সমস্যায়কাজ পেছতে শুরু করেন। এর ফলেই ছবির প্রযোজক ভাবতে শুরু করেন সানির বদলেকাকে নেওয়া যায়। তখনই তাদের নীতু চন্দ্রার কথা মনে পড়ে। নীতু এর আগেও ‘ডেলহি বেলি’ ছবির তামিল রিমেকে আইটেম ডান্স করেছেন। এবার ফের একবার তামিলেআইটেম ডান্স করবেন তিনি।সূত্র :কলকাতা