জি নিউজ ঃ-রানা প্লাজা ভবন ধস : শ্রম মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা বরখাস্ত’ সাভারের রানা প্লাজা ধসের জন্য দায়ী শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতরবিবার রাতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।রানা প্লাজা ধসের ঘটনায় ২৪ জনকে সুনির্দিষ্টভাবে দায়ী করেছে শ্রম মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এদের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের আট কর্মকর্তা, সাভার পৌরসভার মেয়রসহ ১০ কর্মকর্তা এবং ভবনের ২ ও পোশাক কারখানার ৪ মালিক রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ২৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো। বাকিরা এই মন্ত্রণালয়ের অধীনে না থাকায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্ব-স্ব প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হবে। তদন্তে বড় ধরনের এ বিপর্যয় ও হতাহতের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকেও (রাজউক) দায়ী করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও শ্রম পরিদপ্তরের পরিচালক খুরশিদুল আলম গত ২৭ মে প্রতিবেদনটি শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের কাছে জমা দেন।
বরখাস্তরা হলেন ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের পরিদর্শক (প্রকৌশল) ইউসুফ আলী ও সহিদুল ইসলাম, উপপ্রধান পরিদর্শক (সাধারণ) আব্দুস সামাদ ও টঙ্গীর শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণকেন্দ্র (আইআরআই) প্রকল্পের পরিচালক বেলায়েত হোসেন, উপপ্রধান পরিদর্শক (সাধারণ) আমিনুল হক, ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান দপ্তরের যুগ্ম শ্রমপরিচালক এম এ জামশেদুর রহমান, সহকারী পরিদর্শক শেখ আসাদুজ্জামান ও শ্রম পরিদর্শক -মাহমুদুল হক।