মিরপুর প্রতিনিধি,জি নিউজ: সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় রানা প্লাজার মালিক ওই ভবনে থাকা গার্মেন্টস মালিকদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীজুড়ে ব্যাপক ভাংচুর ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।এই পরিস্থিতিতে মিরপুর এলাকার বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে মিরপুর ১,১০ ও ১৪ শেওড়া পাড়া-কাজীপাড়া এলাকার বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেয়। শ্রমিক বিক্ষোভে আগারগাঁও থেকে রোকেয়া সরণীতে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
এদিকে পল্লবী থানার ওসি আব্দুল লতিফ শেখ, জি নিউজ বিডি.নেটকে, জানান শুক্রবার সকাল ৯টার দিকে মিরপুরের পল্লবী ও ১১ নম্বর সেকশনের বেশ কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে আসে। বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে পুলিশ। তারা ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা পাঁচটি পোশাক সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে ফিরে যাওয়ার সময় শ্রমিকরা আশেপাশের বিভিন্ন কারখানায় ঢিল ছোড়ে এবং ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে বিভিন্ন কারখানার কাচ ভাংচুর করে বিক্ষোভকারীরা। ভাংচুরের.বিক্ষোভ কারণে মিরপুর সড়কে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ থাকে। এদিকে ভবন ধসে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকরা। সাভার, আশুলিয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে এসে ভাংচুর শুরু করলে ওই এলাকার সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।
মোছাঃহসনে আরা/মিরপুর প্রতিনিধি/ জি নিউজ