সাভার – প্রতিনিধি,জি নিউজ ঃ সাভার রানা প্লাজার উদ্ধার অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর মেজর মোয়াজ্জেম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ভারী যন্ত্রপাতি দিয়ে দ্বিতীয় তলা ও বেইজমেন্টের মাঝের অংশের কংক্রিটের স্তূপ সরানোর সময় গোঙানির শব্দ পান তারা। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মেয়েটি- মোটামুটি অক্ষত ,আছেন। সঙ্গে সঙ্গে ভারী যন্ত্রপাতি ব্যবহার বন্ধ করে, আটকে থাকা মানুষটির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। জানতে পারেন, ১৭ দিন ধরে ভেতরে আটকা পড়ে থাকা মেয়েটির নাম রেশমা। শুক্রবার বিকালে উদ্ধারের পরপরই তাকে একটি অ্যাম্বুলেন্স করে, সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ খবর পেয়েই সাভারের জিওসিসহ উদ্ধার তৎপরতায় নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা রানা প্লাজার ধ্বংসস্তূপে ছুটে যান। রেশমা নামের মেয়েটিকে উদ্ধার সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। রেশমার জন্য খাবার, পানি ও অক্সিজেনের ব্যবস্থা করা হয়। উপস্থিত অনেককেই রেশমা র জন্য প্রার্থনা করতে দেখা যায়। গত ২৪ এপ্রিল সকালে সাভার নয় তলা রানা প্লাজা ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, রেড ক্রিসেন্টসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন।
সাভারে ভবন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, রেশমা নামের এক পোশাক শ্রমিককে
Share This