সাভার প্রতিনিধি ,জি নিউজঃ সাভারে মুখোমুখি সংঘর্ষের পর দুটি বাস খাদে পড়ে দুই চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে , অন্তত ৩২ জন। ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার দুপুরে সাভারের বিপিএটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে।এ দিকে পুলিশ জানিয়েছে এ সময় বাস দুটির সঙ্গে একটি অটোরিকশাও পাশের খাদে পড়ে যায় , নিহতরা হল মনু মিয়া (৩৪) বগুড়ার শিবগঞ্জেউপজেলার গোপীনাথপুর এলাকার আব্দুল আজিজ আকন্দের ছেলে এবং জামিল হোসেন (২৬) সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার আমবাগান মহল্লার কুদ্দুস মিয়ার ছেলে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান তৌহিদ এন্টারপ্রাইজের একটি লোকাল বাস যাত্রী নামিয়ে ঘোরানোর সময় ঢাকাগামী টিআর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ সময় বাস দুটির ধাক্কায় পাশ দিয়ে যাওয়া ব্যাটারিচালিত একটি অটোরিকশাও খাদে পড়ে যায়। এতে ৩২-৩৮ জনের মতো আহত হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছে। এর মধ্যে টিআর ট্রাভেলসের চালক মনু মিয়া সাভার রাবেয়া ক্লিনিকে ও জামিল হোসেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ কে এম সিব্বলি সাদেক /জি নিউজ /তাঃ-০৫/০৭/১৩