অনলাইন ডেস্কঃ- সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাদের সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের ভার্চুয়াল জগতের সম্পর্ককে বাস্তব জগতের সম্পর্কের চেয়ে গুরুত্ব দেওয়ার ফলে শুরু হচ্ছে গণ্ডগোল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।সামাজিক যোগাযোগ মাধ্যম এখন প্রবেশ করেছে মানুষের বেডরুমে। ফলে অনেক মানুষ তাদের সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তেও সোশ্যাল মিডিয়া চেক করছেন।এ গবেষণায় যুক্তরাজ্যের দুই হাজার মানুষ অংশ নিয়েছে। এতে দেখা যায়, শতকরা প্রায় ৩০ ভাগ মানুষ জানিয়েছে যৌনকর্মের সময়েও তাদের সঙ্গী মোবাইল ডিভাইসের কারণে বিক্ষিপ্ত হয়ে যায়। এছাড়া ৬০ ভাগ মানুষ জানিয়েছে বিছানায় থাকার সময় তারা তাদের সঙ্গীর চেয়ে প্রযুক্তি নিয়ে খেলতেই বেশি পছন্দ করে।এ গবেষণার ফলাফলে যা উঠে এসেছে তা সত্যিই উদ্বেগজনক। মনোবিদরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষের স্বাভাবিক সম্পর্ক এখন হুমকির মুখোমুখি।মনোবিদ ড. অ্যাভদেশ শর্মা বলেন, ‘যৌনতা দাম্পত্য সম্পর্ককে জোড়া দিয়ে রাখতে সাহায্য করে। দুঃখজনকভাবে প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে দম্পতিদের এ বিষয়টি তার গুরুত্ব হারাচ্ছে। ভালোবাসা তৈরি এখন সম্পূর্ণ যান্ত্রিক বিষয় হয়ে যাচ্ছে। সূত্র-ইন্টানেট।