অনলাইন ডেস্ক:- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ ও ধরপাকড়ের খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় এই হরতাল শুরু হয়। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। হরতাল চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে হরতাল আহ্বানকারীরা।
রাজধানীতে হরতাল পরিস্থিতি,প্রথম দিনের ২৪ ঘণ্টার হরতালের সমর্থনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা সকাল ৭টায় রাজধানীর বৌদ্ধমন্দির এলাকায় মিছিল করে। ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও ঢাকা মহানগরী পূর্ব শিবির সেক্রেটারি এম শামী মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে শিবিরকর্মীরা রস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এ সময় তারা মাওলানা সাঈদীর মুক্তি দাবি করেন। হরতালের সমর্থনে ও সাঈদীর মুক্তির দাবিতে পথসভা ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা। সকালে মিছিলটি রাণীমহল ব্রীজ থেকে শুরু হয়ে সফির উদ্দিন মার্কেটের সামনে সড়ক অবরোধ করে এক পথসভায় মিলিত হয়। হাজারিবাগ ও দক্ষিণখানেও হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির। সকাল ৮টার দিকে মিছিল দুইটি অনুষ্ঠিত হয়।
এছাড়া, টঙ্গীতে নাশকতার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। এদিকে, হরতাল চলাকালে রাজধানীতে স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল করছে অনেক কম। দূরপাল্লার কোনো বাস রাজধানী থেকে ছেড়ে যায়নি। বেশিরভাগ দোকানপাটও বন্ধ আছে।হরতাল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের রায়ট কার, জলকামান, প্রিজনভ্যানও প্রস্তুত রাখা হয়েছে।
রাজধানীর বাইরের চিত্র,হরতাল চলাকালে রাজধানীর বাইরে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর ও আটকের খবর পাওয়া গেছে।গাজীপুর: মাওলানা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে গাজীপুর জেলা সদর থানা গেটের সামনে ককটেল বিস্ফোরণ এবং রেল লাইনে তুলার স্তুপ রেখে আগুন জ্বালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ: সকাল ৮টায় নারায়ণগঞ্জে শহরের গলাচিপা এলাকা থেকে শিবির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। তারা বঙ্গবন্ধু সড়ক ইটপাটকেল ও বাঁশ ফেলে অবরোধ করে রাখে। পরে মিছিল করে হরতালের পক্ষে স্লোগান দেয়ার সময় পুলিশ বাধা দেয়। শিবিরকর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় তারা একটি কাভার্ডভ্যান, দুটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, বাসসহ ১০টি যানবাহন ভাঙচুর করে।
ঘটনাস্থল থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান।
লক্ষ্মীপুর: জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুরে পিকেটিং করার সময় পৌর জামায়াতের আমির নুর নবী ফারুককে (৪০) আটক করেছে পুলিশ। সকাল সোয়া ৮টার দিকে রামগতি লক্ষ্মীপুর সড়কের মিয়ার রাস্তার এলাকা থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লা: জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৬টায় নগরীর টমছম ব্রিজ এলাকায় মহানগর শিবিরের সেক্রেটারি কামাল হোসাইনের নেতৃত্বে, সকাল ৭টায় নগরীর শাসনগাছা এলাকায় জামায়াত নেতা আবদুল কাইয়ুম মজুমদার ও শিবির নেতা ডা. মোজ্জামেল হকের নেতৃত্বে, সকাল পৌনে ৭টায় নগরীর চকবাজার এলাকায় শিবির নেতা সদর উদ্দিন শাহদাতের নেতৃত্বে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুদয়ার বাজার বিশ্বরোডে কুবি শিবির সভাপতি শাহাদাত হোসেন ও জামায়াত নেতা কামরুজ্জামান সোহেলের নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। এছাড়া জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার, চৌদ্দগ্রাম বাজার, আলকরা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
রাজশাহী: জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন নগরজুড়ে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও সকাল থেকে হরতালের সমর্থনে কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সকাল সোয়া ৬টার দিকে নগরের বোয়ালিয়ার দেবীশিংপাড়ায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা টায়ায়ে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে। কিন্তু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির নেতাকর্মীরা আশপাশের রাস্তায় চলে যায়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হরতালের শুরুতে পিকেটিংয়ের চেষ্টাকালে শহরের এসএসকে রোড় থেকে ওয়ালী উল্লাহ (২৫) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আরো সাতজনকে আটক করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ: জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সড়ক অবরোধ করেছে শিবির কর্মীরা।
বৃহস্পতিবার সকালে শিবির কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের পিটিআই মোড়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে পালিয়ে যায় পিকেটাররা।
ঝালকাঠি: জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে হরতাল চলাকালে বৃহস্পতিবার ঝালকাঠি শহরে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। শহরের সদর চৌমাথা থেকে মিছিল শুরু হয়ে সাধনার মোড়ে গিলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এর আগে মিছিলকারীরা কালিবাড়ী রোডে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালায়। মিছিল শেষে পুলিশ শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে ৯ জনকে আটক করে।
এক যৌথ বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বৃহস্পতিবার ও রবিবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতালের পাশাপাশি আগামীকাল শুক্রবার মাওলানা সাঈদীর জন্য দোয়া এবং পরদিন শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।