ছবি সংগৃহীত.
জি নিউজ বিডি ডট নেট –ঃ- ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে- চিকিত্সাধীন’ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে দেখতে যান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, রোববার বিকেল ৫ টার দিকে স্বপরিবারে সিএমএইচে যান রিজভী । এ সময় তিনি এরশাদের চিকিত্সার খোঁজখবর নেন এবং দ্রুত তাঁর আরোগ্য কামনা করেন। এছাড়া গওহর রিজভী ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানান জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। উল্লেখ -গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধার নিজ বাসভবন প্রেসিডিয়াম পার্ক থেকে এরশাদকে নিয়ে যায় র্যাব। র্যাবের দাবি এরশাদ অসুস্থ হওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। তবে র্যাবের এই বক্তব্য প্রত্যাক্ষাণ করে ১৩ ডিসেম্বর এইচ এম এরশাদকে এক বিবৃতিতে দাবি করেন, তিনি অসুস্থ নন। তাকে গ্রেফতারের জন্য আটকে রাখা হয়েছে। এরশাদ তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে এই বার্তা পাঠান।এদিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন। দলীয় নেতাসহ মহাজোটের মন্ত্রী ও নেতারা সিএমএইচেই তাঁর সঙ্গে দেখা করছেন।