মহিউদ্দিন ভান্ডারী রাজাপুর প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামের কৃষক নুরুজ্জামান হাওলাদার মাত্র ১শ’ টাকা খরচ করে নিজ জমিতে সিম চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। ১শ’ টাকা খরচ করে তিনি দশ গুন টাকা আয় করেছেন। এখনও তিনি আরও ৮-১০ হাজার টাকার সিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। কৃষক নুরুজ্জামান হাওলাদার জানান, খালের পাড়ের পরিত্যক্ত ভিটার ২৪ শতাংশ জমিতে পাইকা কেটে মাঁচান পেতে নিজের তৈরি করা সিমের চারা ওই জমিতে অক্টোবর মাসের শেষের দিকে রোপন করি। মাত্র কয়েক মাসেই চারা বড় হয়ে মাঁচান ছেয়ে গেছে। এরপর প্রতিটি পাতার গোঁড়ায় গোঁড়ায় থোকায় থোকায় ফুল ও ফল ধরেছে। অন্য সবার চেয়ে বেশ ভাল ফলন হওয়ায় এলাকার লোকজন সিম দেখতে আসছেন। শুরুতে ৮০ টাকা দরে বিক্রি কররেও বর্তমানে প্রতিকেজি ২৫-৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, সিমের সাথে সাথী ফসল হিসেবে বেগুন, পেঁপে ও গোজআলুসহ বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজি চাষ করছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তাওফিকুল আলম জানান, এ উপজেলায় ২০ হেক্টর জমিতে সিমের চাষ করা হয়েছে। ফলনও বেশ ভাল হয়েছে।