অনলাইন ডেস্ক, জি নিউজঃ- সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে। এর জের ধরে তুর্কি সীমান্তবর্তী শহরগুলোতে নিজেদের মধ্যকার সংঘর্ষে নতুন করে ১৯ জন নিহত। গতকাল আবারো সীমান্তবর্তী আজাজ শহরে কথিত ফ্রি সিরিয়ান আর্মি এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লিভ্যান্ট বা আইএসআইএল’র ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। তবে সংঘর্ষে হতাহতের ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আল-কায়েদা সমর্থিত গ্রুপটি সিরিয়ার রাস-আল আইন শহরেও কুর্দি গেরিলাদের সঙ্গে সংঘের্ষ লিপ্ত হয়। সিরিয়ার বিরোধী সূত্রগুলো জানিয়েছে- এ সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৪ আল-কায়েদা সন্ত্রাসী এবং চারজন কুর্দি গেরিলা। এতে বিদেশি মদদপুষ্ট কথিত নর্দান স্টর্ম ব্রিগেডের এক সেনাও নিহত হয়। সম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে এ ধরনের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে। ২০১১ সাল থেকে সিরিয়া সহিংসতা চলে আসছে। এ পর্যন্ত সৌদি আরব, তুরস্ক, কাতার, আমেরিকা ও ইসরাইলের মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় শত শত সরকারি সেনা এবং এক লাখের বেশি সাধারণ মানুষ মারা গেছে। খবর রেডিও তেহরান শনিবার, ০৫অক্টোবার ২০১৩
সিরিয়ায় বিদ্রোহীদের অন্তর্দ্বন্দ্ব: সংঘর্ষে আরো ১৯ জন নিহত
Share This