সিলেটের কানাইঘাটে যৌতুকের শিকার হয়ে ঘরছাড়া প্রবাসীর স্ত্রী
সলিম আহমদ সলু(সিলেট ব্যুরো): সিলেটের কানাইঘাটে যৌতুকের শিকার হয়ে ঘরছাড়া হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। নির্যাতনকারীদের নানা হুমকীতে একমাস ধরে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন তিনি। সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে অভিযোগ দেয়ার পরও পুলিশ মামলা না নেয়ায় তিনি চরম আতংকের মধ্যে রয়েছেন। অভিযোগ কারী হচ্ছেন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের আবদুর রবের মেয়ে। সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা যায়, কানাইঘাট থানার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের আবদুর রবের মেয়ে রুহেনা বেগমের বিয়ে হয় ২০০৬ সালে একই গ্রামের ওমান প্রবাসী জসিম উদ্দিন ফছাইর সঙ্গে। বিয়ের পর থেকে শশুর বাড়ির লোকজন তার কাছে যৌতুক দাবি করে আসছিল। গরীব পিতা মেয়ের সুখের কথা ভেবে জমি জমা বিক্রি করে বিভিন্ন সময়ে প্রায় ৩ লাখ টাকা তুলে দেন মেয়ের শশুর বাড়ির লোকজনের হাতে।কিন্ত এতে রুহেনার শশুর বাড়ির লোকজনের চাহিদা মেটেনি। তারা আরো টাকা এনে দেয়ার জন্য তাকে চাপ দিতে থাকে। অসহায় রুহেনার পিতার পক্ষে আরো টাকা দেয়া সম্ভম হয়ে উঠেনা। এতে রুহেনার স্বামীর বাড়ির লোকজন তাকে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে। যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় একবার থানায় অভিযোগ দিলে পুলিশ বিষয়টি আপসে নিষ্পত্তি করে দেয়। এর কিছুদিন যেতে না যেতে যৗতুকলোভী স্বামীসহ তার পরিবারের লোকজন রুহেনার কাছে আবারও ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এ টাকা দিতে না পারায় স্বামীর নির্দেশে পরিবারের লোকজনরুহেনা কে মারপিট করে সোনা-গহনা ও ঘরের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় এবং অবুঝ ২ সন্তান রেখে তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায রুহেনা বেগম তার আত্বীয়সজ্বনকে জানালে তারা রুহেনাকে নিয়ে গত ৫ই এপ্রিল সিলেট রেঞ্জের ডিআইজির কাছে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। ডিআইজি অবিলম্বে মামলা গ্রহণ করে নির্যাতনকারীদের গ্রেপ্তার ও সন্তান উদ্ধারে জেলা ও থানা পুলিশকে নির্দেশ দেন। ডিআইজির নির্দেশে পুলিশ রুহেনার ৩ বছরের পুত্র সন্তানকে উদ্ধার করলেও আজও পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। ফলে নির্যাতনকারীরা রুহেনাকে নানাভাবে হুমকি দিচ্ছে ফলে তিনি সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ব্যপারে রুহেনা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।