সিলেট প্রতিনিধি,জি নিউজ: (সিলেট, ২৩ এপ্রিল): সিলেট নগরীর পাঠানটুলার ইসলামপুর নিঝুম-৩ নম্বর বাসায় মঙ্গলবার ভোর রাতে ডাকাতি হয়েছে। ওই বাসায় সেচ্ছাসেবক দল নেতা মাসুক আহমদ বসবাস করতেন। ডাকাতরা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা সহ পায় ১১ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাসার মালিক মাসুক আহমদ জানান, মঙ্গলবার ভোর রাতে ২৫/৩০ জনের একটি ডাকাত দল রান্না ঘরের গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে বেধে ফেলে। পরে ডাকাতরা আলমিরা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার, ৭ টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতির পর পরই ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। সকালে ডাকাতির খবর পেয়ে সিলেট জেলা বিএনপির
নেতৃবৃন্দ মাসুক আহমদের বাসায় যান। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।
সলিম আহমদ সলু, জি নিউজ তা; ২৩/৪/২০১৩