সিলেট প্রতিনিধি,জি নিউজঃ- সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। প্রত্যক্ষদর্শী ও সিপিবি’র কয়েক জন নেতা জানিয়েছেন, নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় রোববার বিকেলে সিপিবি-বাসদ’র সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনা প্রতিবাদে সোমবার সিলেটে সিপিবি ও বাসদ অর্ধদিবস হরতাল ডেকেছে বলে জানিয়েছেন সিপিবির সিলেট জেলা সম্পাদক আনোয়ার হোসেন সুমন।এদিকে প্রথম দফা হামলা শেষে ছাত্রলীগ পার্শ্ববর্তী সিটি পয়েন্টে অবস্থান নেয়ার পর সিপিবি-বাসদের নেতাকর্মীরা সমবেত হয়ে পুলিশি প্রহরায় সমাবেশ শুরু করে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ দ্বিতীয় দফা সমাবেশে হামলার চেষ্টা করলে র্যাব-পুলিশ তাদের বাধা দেয়। হামলা বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে নেতাকর্মীরা সিপিবি ও বাসদের সমাবেশে মঞ্চে উঠে হামলা-ভাংচুর চালায়। সমাবেশস্থলে রাখা দুই শতাধিক চেয়ার ভাংচুর করে ছাত্রলীগ নেতাকর্মীরা । এসময় সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বক্তব্য রাখছিলেন। হামলায় হাতে আঘাত পান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এ ঘটনায় নগরীতে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও র্যাব দুই পক্ষকে সরিয়ে মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিলেটে ছাত্রলীগের হামলায় সিপিবি সভাপতি সেলিম আহত
Share This