সিলেট প্রতিনিধি জি নিউজঃ- সিলেট-তামাবিল সড়কে একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হন। শনিবার বিকেল দিকে সিলেটর -তামাবিলে সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটে ।এতে ৩ জন নিহত হন, নিহতদের মধ্যে দুইজন ওই সিএনজি অটোরিকশার যাত্রী এবং অপরজন চালক বলে জানা গেছে। গুরুতর আহত অপর দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি] জানান সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এছারা হতাহত কারও পরিচয় এখনও জানা যায়নি। ০৭, সেপ্টেম্বর ২০১৩