সিলেট প্রতিনিধি,জি নিউজঃ- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বন্দর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানা যায়, দুপুরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বন্দর বাজারে কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে পিকেটিং করলে পুলিশ বাধা দেয়। এসময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ ছত্রভঙ্গের জন্য পাল্টা রাবার বুলেট ছোড়ে। এসময় নাশকতার দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে।এছাড়া হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঃ- ১১ নভেম্বর ২০১৩