সিলেট প্রতিনিধি, জি নিউজ:- গতকাল সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের হাতে তাদের পছন্দনীয় প্রতীক তুলে দেন= নির্বাচন কমিশনার এস এম এজাজুল হক, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী -বদর উদ্দিন আহমদ কামরান,আনারস, বিএনপি -মনোনীত মেয়র প্রার্থী- আরিফুল হক চৌধুরী ‘টেলিভিশন’ ও স্বতন্ত্র প্রার্থী ছালাউদ্দিন রিমন পেয়েছেন ‘তালা’ প্রতীক। প্রতীক বরাদ্দ শেষে কামরান তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি ১/১১-এর সময় কারাগারে থেকেই আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। তাই এবারো তিনি এই প্রতীকই বেছে নেন। এবারের নির্বাচনে আনারস প্রতীকেই নগরবাসী ভোট দিয়ে তাকে আবার বিজয়ী করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন কামরান। তিনি গতকাল আনারস প্রতীক পেয়েই চলে যান হজরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারতে। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মুনাজাত করেন। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। পরে তিনি আম্বরখানা, চৌহাট্টা, বন্দর, জিন্দাবাজার ও তার এলাকা ছড়ারপাড়ে গণসংযোগ করেন। অন্য দিকে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী ,টেলিভিশন -প্রতীক পেয়ে প্রথমে তার মায়ের কাছ থেকে দোয়া চেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন। পরে তিনি নগরীর বিভিন্ন মাদরাসা, শিাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় গণসংযোগ করেন ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
সিলেটে সিটি করপোরেশন নির্বাচনের কামরানের প্রতীক আনারস, আরিফের – টেলিভিশন
Share This