সিলেট জেলা প্রতিনিধি ,জি,নিউজ: ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে জেলা বিএনপি সোমবার জেলায় সকাল-সন্ধ্যা এবং মঙ্গলবার মহানগরে সকাল-সন্ধ্যার পরিবর্তে নগর বিএনপি ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নগর বিএনপির সভাপতি এমএ হক একথা জানান। এইচএসসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীকে অপহরণ করে সরকার গুম করে রেখেছে দাবি করে এমএ হক বলেন, ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিএনপি ও সিলেটবাসী দীর্ঘ একবছর অপেক্ষা করেছে। তারা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে গেলেও সরকার তাতে কর্ণপাত করেনি। তাই হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বিএনপি বাধ্য হয়েছে। এরপরও ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে লাগাতার হরতালসহ অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে জানান নগর বিএনপি সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদীর শাহী, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, বিএনপি নেতা সাবেক সিটি কমিশনার কামাল মিয়া, ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ ।
সলিম আহমদ সলু ,জি,নিউজ, সিলেট ২৮ এপ্রিল