জি নিউজ বিডি ডট নেট ঃ- ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত। গতকাল সকালসোয়া ৬টার দিকে ওসমানী নগরের কুরুয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন (১) মোঃ আসমত, (২) মোঃ ইসলাম, এবং (৩) মোঃ কবীর । এক জনের পরিচয় পাওয়া যায়নি, তারা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান সকালে সিলেটমুখী মাছ বোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসমানী নগর থানার ওসি জুবায়ের আহমেদ হতাহতের সত্যতা নিশ্চত করেন।