সিলেট জেলা প্রতিনিধি, জি নিউজ: (সিলেট, ২৩ এপ্রিল): দেশব্যাপী ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন সিলেটে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। নগরীর কোথাও বড় ধরনে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও মীরাবাজারে হরতালের সমর্থনে বের করা জামায়াত কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুলিশ। তবে, জামায়াত শিবির কর্মী পাল্টা প্রতিরোধ না করায় ঘটনা সংঘর্ষে রূপ নেয়নি। দিনের শুরুতে নগরীর সুবিদবাজার ও পাঠানটুলায় পিকেটিং শুরু করে জামায়াত-শিবির। এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্ঠা করে। এছাড়া, নগরীর মজুমদারী, মিরাবাজার, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির। সকাল সাড়ে ৮টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিলটি নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে জিন্দাবাজার মোড় ঘুরে নগরীর বন্দরবাজার হকার্স পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে নেতা কর্মীরা এখানেই অবস্থান নিয়েছেন। হরতালের কারনে নগরীতে কোন দোকান-পাট বা বিপনী বিতান খুলেনি। তবে, বিক্ষিপ্তভাবে রিক্সা চলাচল করছে। হরতালের কারনে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লাও অভ্যন্তরীন রুটে কোন বাস চলাচল না করলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশন কর্তৃপক্ষ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীতে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
সলিম আহমদ সলু, জি নিউজ: সিলেটে