জি নিউজঃ-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার তেরমাইল নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আহত হয়েছে আরও ২০ জন। পুলিশ জানায়, শনিবার দুপুর পৌনে ১টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী বাস মিতালি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক মহিলা (৫৮) ও ২ জন ছেলে শিশু( ৮-১০ বছর) প্রাণ হারান। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ২০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৮/৯ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে হাইওয়ে ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি মহাসড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে।
সিলেট দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
Share This