সিলেট জেলা প্রতিনিধি ,জি,নিউজ: সিলেট নগরীর মধুবন মার্কেট থেকে ৩১ জুলাইয়ের মধ্যে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস স্থানান্তরের ঘোষনায় বিশ্ববিদ্যালয় এর আন্দোলনরত শিৰার্থীরা তাদের কর্মসূচী স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে ক্লাস ও শিক্ষা কার্যক্রম বর্জনের দাবি থেকে শিৰার্থীরা সরে আসেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত নোটিশের মাধ্যমে ক্যাম্পাস স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়টি জানানো হলে আমরা আন্দোলন স্থগিত করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে ৩১ জুলাইয়ের মধ্যে মধুবন মার্কেট থেকে ক্যাম্পাস স্থানান্তর করে নেয়ার কথা উল্লেখ রয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর রেজাউল করিমের মোবাইলে ক্রাইম বাংলা ডটকম থেকে ফোন করলে তিনি বলেন আপনাদেরকে শিক্ষার্থীরা যা বলেছে তাই সঠিক । উল্লেখ্য, যে সিলেট নগরীর মধুবন মার্কেটে ফাঁটল দেখা দিলে শিক্ষার্থীরা ফাঁটলকৃত মার্কেট থেকে ক্যাম্পাস সরাতে বিক্ষেভ করে। মধুবন-মার্কেট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না সরানো পর্যন্ত ক্লাস বর্জনের হুমকি দেয়। শিক্ষার্থীদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে এ নোটিশ জারি করলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
সলিম আহমদ সলু ,জি,নিউজ, সিলেট ২৮ এপ্রিল