সিলেট প্রতিনিধি, জি, নিউজ ঃ সিলেট নগরীর মহাজন পট্রি থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার রাতে এদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানার চাতল গ্রামের সোহেল রহমান (২৪) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কল্যাণী গ্রামের জীবন রায় (৩২)। র্যাব-৯ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের ২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের মাদক আইনে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সলিম আহমদ সলু / জেলা প্রতিনিধি / সিলেট