আহত জামায়াত কর্মীর মৃত্যু/ প্রিজাইডিং অফিসার নিখোঁজ
গাইবান্ধা প্রতিনিধি: দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯,গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দুপুর দেড়টার পর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এনএম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জামায়াত-শিবির নেতাকর্মীরা হামলা চালায় ও ভাংচুর করে। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সেখানে জামায়াত-শিবিরের ২২ জন নেতাকর্মী আহত হয়। এরমধ্যে ওই উপজেলার মনমথ শিমুলতলী গ্রামের জামায়াত শাহাবুল ইসলাম তারা (৩৫) গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। উপজেলা জামায়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মাসুদুর রহমান ইউএনও অফিস থেকে নির্বাচন সামগ্রী নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলে সে উক্ত কেন্দ্রে পৌঁছতে পারিনি। এ খবর লেখা পর্যন্ত সে নিখোঁজ রয়েছে এবং ওই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে।