বাড়ি থেকে বেরোনোর চেষ্টা
‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় অংশ নিতে রবিবার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে গুলশানের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ কিন্তু তাঁর পথরোধ করতে বাড়ির গেটে মানব দেয়াল তৈরি করে পুলিশ এবং ব়্যাবের সদস্যরা৷ নারী আইনজীবীর উপর হামলাকারীদের শাস্তিও দাবি করেছেন সাগর৷ তিনি লিখেছেন, ‘‘আর ওই অমানুষগুলো, যারা একজন মায়ের সম্মান দিতে শিখেনি, ওই দুবৃত্তগুলোকে অবিলম্বে গ্রেফতার করা হউক৷ প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহিমও ফেসবুকে নারী আইনজীবীকে পেটানোর ছবি শেয়ার করেছেন৷ তিনি প্রশ্ন করেছেন, ‘‘একজন নারীকে লাত্থি ও লাঠিপেটা করাকে রাজনৈতিক সহিংসতা বলে চালিয়ে দেবেন? তার চেয়েও বড় এবং জঘন্য ব্যাপার: জাতীয় পতাকায় মোড়ানো লাঠি দিয়ে একজন নারীকে পেটানো৷ এতে কি জাতীয় পতাকার অবমাননা হয় না? মুসা মনে করেন, ‘‘জামাত-শিবির অথবা স্বাধীনতার পক্ষের তকমাধারী – কারো কাছেই জাতীয় পতাকা আজ নিরাপদ নয় ,গোপালগঞ্জ প্রসঙ্গ- রবিবার খালেদা জিয়াকে গুলশানের বাড়ি থেকে বের হতে দেয়নি পুলিশ৷ তখন বাড়ির গেটে দাঁড়িয়ে পুলিশের উদ্দেশ্যে ক্ষুব্ধ খালেদা জিয়া বলেন, ‘‘গোপালগঞ্জের নাম পাল্টিয়ে ফেলবো৷” তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সামহয়্যার ইন ব্লগে মৌটুসী চৌধুরী লিখেছেন, ‘‘গোপালগঞ্জ একটি জেলার নাম, এই জেলা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই জেলার মাটির মালিক বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পাটি, সবাই, সত্যি অবাক হলাম, কেন গোপালঞ্জ জেলার নামের প্রতি খালেদা জিয়ার এত ক্ষোভ? এই ব্লগার তাঁর নিবন্ধের শেষের অংশে লিখেছেন, ‘‘প্রতিটি গণতান্ত্রিক দেশে প্রতিটি মানুষের রাজনৈকি সমাবেশ ও কর্মসূচি পালনের আধিকার আছে, কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে অনেকটা নিজের কবর নিজেই খনন করলো খবর DW DE এর ।