অনলাইন ডেস্ক: সাগর পাড়ে নিথর পড়ে আছে তিন বছরের ছোট্ট এক শিশু। সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ায় ইউরোপ সহ সারা বিশ্বের মানুষ ফেসবুক, টুইটারে ক্ষোভ প্রকাশ করছেন।
লাল টি-শার্ট আর নীল প্যান্ট পরা শিশুটির নাম আয়লান কুর্দি। তুরস্কের এক উপকূলে তার মরদেহ পাওয়া গেছে। সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে সেদেশের হাজার হাজার মানুষ দেশ ছেড়ে এখন ইউরোপের দিকে ছুটছেন। এক্ষেত্রে তারা প্রথমে নৌকা করে সাগর পাড়ি দিয়ে তুরস্ক, কিংবা ইটালি ও গ্রিসে পৌঁছচ্ছেন। এমনই এক নৌকা গ্রিস ও তুরস্কের মাঝামাঝি সাগরে ডুবে গেলে ১২ জন সিরীয় নাগরিক নিহত হন। ছোট্ট শিশুটি তাদেরই একজন বলে মনে করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা #KiyiyaVuranInsanlik ব্যবহার করে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ চলমান শরণার্থী সংকট সামলাতে ইউরোপের পদক্ষেপের সমালোচনা করেছেন।সূত্রঃ ডয়েচে ভেলে