জি নিউজ বিডি ডট নেটঃ- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠকের খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশনের ব্রেকিং নিউজে দাবি করা হয় যে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক সংকট নিরসনে আজ শনিবার সন্ধ্যে ৭টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর বনানীর একটি বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের বিষয়ে রাত পৌনে ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাতক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা সংলাপের ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু আপনাদের খুশি করতে পারলাম না। কেননা কোনো সংলাপ হয়নি। বিভ্রান্তি সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ কাজ করা হয়েছে। ১৮ নভেম্বর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ নেয়ার পরদিন খালেদা জিয়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করে সংলাপ ও সমঝোতার উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এরপর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং তাঁর দলের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনার আহ্বান জানান। এর আগে, সংলাপের প্রস্তাবের একটি কপিসহ আলোচনায় বসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে চিঠি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে । তাঁরা দু’জন ফোনেও কথা বলেন। কিন্তু এখন পর্যন্ত সংলাপের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ অবস্থায় দেশের ভবিষ্যত নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঃ- ২৩ নভেম্বর ২০১৩