জি নিউজ বিডি ডট নেট ঃ- রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিশ্ব বরেণ্য নেতা নেলসন ম্যান্ডেলার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সোমবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম রোববার সাংবাদিকদের এ কথা জানান, রাষ্ট্রপতি সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। রাষ্ট্রপতি কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে অন্তেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। আধুনিক দক্ষিণ আফ্রিকার স্থপতি নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানানো শেষে ১২ ডিসেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন। সূত্র : বাসস
সোমবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন -রাষ্ট্রপতি
Share This