জি নিউজ বিডি ডট নেট ঃ- আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সোমবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত গণসমাবেশ।এছাড়া ব্যাপক শোডাউনের পরিকল্পনা নিয়েছে বিএনপি। এ সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । উল্লেখ- ৫ জানুয়ারি নির্বাচনের পর এটাই হবে খালেদা জিয়ার প্রথম গণসমাবেশ। এ কারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কর্মসূচি সফল করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকমান্ডের নির্দেশে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় চলছে সর্বাত্মক প্রস্তুতি। এ সমাবেশে নেতাকর্মীদের মনোবল ‘অটুট’ রেখে আন্দোলন অব্যাহত রাখার নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । একই সঙ্গে শিগগিরই দেশের বিভিন্ন শহরে সভা-সমাবেশে নিজের যোগ দেওয়ার ঘোষণাও দিতে পারেন খালেদা জিয়া। দলীয় সূত্র এ তথ্য জানিয়েন । এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এ সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে ইতিমধ্যে ডিএমপিতে চিঠি দিয়েছে বিএনপি।’একতরফা’ নির্বাচন হয়ে যাওয়া এক ধরনের বিপর্যয় হিসেবেই দেখছেন বিএনপি সমর্থকরা। নির্বাচনে না থাকা, আওয়ামী লীগের ফের ক্ষমতায় আসা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলার মুখে হতাশা নেমে এসেছে তাদের মধ্যে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের মনোবল ফিরিয়ে আনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বিএনপির হাইকমান্ড। খালেদা জিয়ার নির্দেশে দলের দায়িত্বশীল নেতারা রাজধানীর সমাবেশ সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। গত শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত গণসমাবেশ
Share This