জি নিউজ বিডি ডট নেট ঃ- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন কিসের সমঝোতা হবে আপনার সঙ্গে, কীজন্য সমঝোতা হবে? স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির সঙ্গে কোনো সমঝোতা নয়। স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ একাত্তরের ঘাতক ও প্রতিক্রিয়াশীল কোনো শক্তির সঙ্গে সমঝোতা করতে পারে না। উল্লেখ- গতকালের বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিবৃতির কঠোর সমালোচনা করেছেন- নাসিম, বেগম জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, একাত্তরের ঘাতকদের একটি ঐতিহাসিক রায় কার্যকর হয়েছে, কিন্তু তার মুখ থেকে একটি কথা নেই, একটি বক্তব্য নেই। তিনি বিবৃতিতে যে কথাগুলো বলেছেন, এতে স্বাধীনতাবিরোধী শক্তিকেই উসকে দিয়েছেন, মদদ দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, বিরোধীদলীয় নেতা অনাহূতভাবে বিদেশীদের ডেকে এনে সাহায্য চেয়েছেন। কিন্তু কেন তারা আমাদের সাহায্য করবেন, যদি বাংলার জনগণ আমাদের সাহায্য না করে? এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আগামী দিনে সব যুদ্ধাপরাধীর বিচারকাজ সম্পন্ন করতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবার বিজয়ী করার জন্যও জনগণের প্রতি আহবান জানান মোহাম্মদ নাসিম।