জি নিউজ ,প্রতিবেদক ,সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে বিমানযোগে স্বাস্থ্য পরীক্ষার জন্যে চার দিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সাবেক রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে রয়েছেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি আগামী ২০ এপ্রিল দেশে ফিরে আসবেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিদায় জানাতে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন,পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুর ইসলাম মাহমুদ এমপি, মোঃ আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু এমপি, তাজুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল জব্বার এমপি, মোঃ আব্দুল কাদের খান এমপি, কাজী ফারুক কাদের এমপি, আনিসুল ইসলাম মন্ডল এমপি, চেয়ারম্যানের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা বাদল খন্দকার, প্রচার বিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ার, সহ অনেকে।