জি নিউজঃ- ঢাকা রাজধানীর ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ বোনের হাতে ভাই খুন হয়েছেন। অপর ভাই জাহাঙ্গীর আলম আহত হন। গতবৃহস্পতিবার দুপুরে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ফুলতলা বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম খোয়াজ উদ্দিন (৩৫)। তিনি ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের কলিমুদ্দিনের ছেলে এবং ধামরাই উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক। এদিকে ধামরাই থানা পুলিশ, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানান , ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের ইউপি মেম্বার ও বিএনপি নেতা কলিমুদ্দিন তার দ্বিতীয় সংসারের পাঁচ মেয়েকে গোপনে ৬০ শতাংশ জমি লিখে দেন। এ ঘটনা ফাঁস হয়ে গেলে প্রথম স্ত্রীর ঘরের ছেলেরাও তাদের নামে জমি লিখে দিতে কলিমুদ্দিনকে চাপ দিতে থাকে। কলিমুদ্দিন এক পর্যায়ে ছেলেদের নামে ৭০ শতাংশ জমি লিখে দেন। এই ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে সৎ ভাই-বোনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের এক পর্যায়ে সৎ বোন ও তাদের শ্বশুড় বাড়ির লোকজনের ছোড়া ইটের আঘাতে খোয়াজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। এদিকে নিহতের পিতা কলিমুদ্দিন বিউটি আক্তার, শিল্পী আক্তার ও লিপি আক্তারকে নিয়ে থানায় মামলা করতে গেলে তাদের আটক করে ধামরাই থানা পুলিশ। নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।