স্পোর্টস ডেস্কঃ- চট্টগ্রামেরজহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে নিজেদেরশেষ খেলায় দুর্বল হংকংয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ। কিন্তু প্রথম দুই খেলায়জয় থাকায় নেট রানরেটের ভিত্তিতে নেপালকে পেছনে ফেলে সুপার টেনে পৌঁছে গেছেটাইগাররা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়াদিবা-রাত্রির ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় হংকং। ব্যাটকরতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ঘরে মাঠে খেলতে নেমে রানের খাতাখোলার আগেই তানভির আফজালের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিমইকবাল। এরপর দলীয় ৩ রানের মাথায় সাব্বির রহমানও সেই তানভিরের বলেএলবিডাব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন। এরপর দলের হাল ধরেন আনামুল হক ও সাকিব আলহাসান। তারা দলীয় সংগ্রহ ৫০ পার করেন। দলীয় ৫১ রানের মাথায় নাদিম আহমেদেরবলে এনামুল হক বোল্ড হয়ে যান। তিনি ১৭ বলে ২৬ রান করেন। তারপর সাকিব ২৭ বলে৩৪ করে আউট হন। মুশফিক বিদায় নেন ১৮ বলে ২৩ রান করে। মাহমুদুল্লাহ ৩ বলে ২রান করে ফিরে যান। তারপর ফরহাদ রেজা ২ বলে কোনো রান না করেই সাজঘরের পথধরেন। আবদুর রাজ্জাকও আউট হন ০ রানে। তার পথ ধরেন রুবেল হোসেন (০)। সর্বশেষব্যাটসম্যান হিসেবে আল আমিন হোসেন ১ রানে করে আউট হন। আর নাসির হোসেনঅপরাজিত থাকেন ১৪ রান করে। ফলে হংকংয়ের মতো দুর্বল দলের কাছে ১০৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ইনিংসের ৩ ওভার ৩ বল বাকি থাকতেই। এ অবস্থায় জয়ের জন্য হংকংয়ের প্রয়োজন হয়২০ ওভারে ১০৯ রান। তবে নেপাল ও বাংলাদেশ দু’দলেরই সমান ৪ পয়েন্ট থাকায়খেলার সমীকরণ দাঁড়ায় এরকম- হংকং ১৩ ওভার ১ বলে বাংলাদেশের রান টপকে যেতেপারলে নেট রানরেটের ভিত্তিতে নেপাল চলে যাবে সুপার টেনে। তবে একটি ছক্কামেরে যদি হংকংয়ের ব্যাটসম্যানরা বাংলাদেশের রান ছুঁতে পারেন তাহলে তারাসুপার টেন থেকে বাংলাদেশকে আউট করে দিতে সময় পাবেন ১৪ ওভার পর্যন্ত। কিন্তু বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিতবোলিংয়ের সামনে হংকং ১৩ বা ১৪ ওভারে জয়ের স্বপ্নও দেখতে পারেননি। একপর্যায়ে তারা ধীরেসুস্থে খেলে বাংলাদেশকে স্বাভাবিকভাবে হারানোর সিদ্ধান্তনেন এবং ১৯ ওভার ৪ বলে তারা সে লক্ষ্যে পৌঁছেও যান। হংকংয়ের পক্ষে মুনিরদার সর্বোচ্চ ৩৬ এবং ইরফান আহমেদ ৩৪ রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব আলহাসান ৩টি এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২টি উইকেট লাভ করেন। সুপার টেনে ওঠার ফলে বাংলাদেশ এখন ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেপ্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্রুপের প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে একবারকরে খেলবে এবং শীর্ষস্থানীয় দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। সুপার টেনে বাংলাদেশের খেলার ফিক্সচার:
২৫ মার্চ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়)
২৮ মার্চ শুক্রবার ভারতের বিপক্ষে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়)
৩০ মার্চ রোববার পাকিস্তানের বিপক্ষে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়)
১ এপ্রিল মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়)
এ ছাড়া, আগামীকাল শুক্রবার থেকে শুরুহচ্ছে টি-২০ বিশ্বকাপের মূল পর্ব। সূত্র-রেডিও তেহরান,মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেসন্ধ্যা সাড়ে ৭টায় পরস্পরের মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ওপাকিস্তান।