বিশেষ প্রতিনিধি,জি নিউজঃ- বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- হত্যা ও জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে নির্বাচনের পথে আসার জন্য, গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করুন। আপনি যেহেতু রাজনীতি করছেন, তাই আপনাকে গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলতে হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, মানুষ হত্যা করে আপনি সরকার উৎখাত করতে পারবেন না। গতকাল মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া গোলচত্বরে এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় বেতকা-তেঘরিয়া সড়কে ধলেশ্বরী নদীর ওপর ৮০.২৫৭ মিটার গার্ডার ব্রিজ, শ্রীনগরের যদুনাথ রাজার বাড়ির ‘বিক্রমপুর জাদুঘর,সদর উপজেলার রঘুরামপুরের বিক্রমপুর বৌদ্ধ বিহারের ফলক উšে§াচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে টঙ্গীবাড়ি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং বিক্রমপুর জাদুঘর সংলগ্ন সাংস্কৃতিক পান্থশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এর আগে বিআইডব্লিউটিএর দুটি উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ ও ‘প্রত্যয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।সব সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী দেয়ার জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ‘দলটি সোজা পথে আসবে এবং সংসদ নির্বাচনসহ ভবিষ্যতে সব নির্বাচনে অংশ নেবে। শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা মানুষ হত্যা এবং ১৪ দলীয় জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে হেফাজতকে আমন্ত্রণ জানান ও জামায়াত-শিবির কর্মীদের অস্ত্র সরবরাহ করেন। যুদ্ধাপরাধীদের রক্ষায় বিরোধীদলীয় নেতা বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চান উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বেগম জিয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আমাদের ক্ষমতা ছেড়ে দিতে বলেছেন। অন্যথায় আমরা পালানোর পথ খুঁজে পাব না বলে তিনি উল্লেখ করেছেন। এখন তিনি নিজেই পথ হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণমুখী দল এবং এ দল জনগণের জন্য কাজ করে। তাই এ দলকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছে এবং এই দলটি দেশকে সমৃদ্ধ ও সম্মানজনক স্থানে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিকেল ৩টা ২০ মিনিটে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ও ‘নির্ভীক’সহ কয়েকটি প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
হত্যা ও জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করুন- প্রধানমন্ত্রী
Share This